তালতলীতে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টিভি জব্দ

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুন ২, ২০২০

তালতলীতে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টিভি জব্দ

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। দুটি টিভি জব্দ করা হয়।

মঙ্গলবার(২ জুন)দুপুরে উপজেলার মাছ বাজারের জেডিগার্ড সড়কে চায়ের দোকানে অবৈধ জনসমাগমের মাধ্যমে করোনা সংক্রামিত করার ঝুঁকি সৃষ্টি করায় তাদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন মাছ বাজারের দুলালের চায়ের দোকানে অবৈধ জনসমাগমের মাধ্যমে করোনা সংক্রামিত করার ঝুঁকি সৃষ্টি করায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ও কামালের চায়ের দোকানের দুটি টিভি জব্দ করা

একই সাথে সরকারি নির্দেশ বাস্তবায়নে ব্যবসায়ী ও ক্রেতা ও পথচারীদের সতর্ক করেন এবং মাস্ক ছাড়া কেউ চলাচল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন তিনি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest