পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল পরিবারের পক্ষ থেকে খুব নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে দুপুরের খাবার ও বিশুদ্ধ পানি বিতরন বিতরন করা হয়। ০২ রা জুন মঙ্গলবার বরিশালের গুরুত্বপুর্ন স্হানে অটোতে ঘুরে ঘুরে দিনমজুর, অসহায় কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য প্রদান করা হয়।প্রায় শতাধিক মানুষের মাঝে এই পন্য বিতরন করা হয়। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি মানুষ জন্য একটু প্রশান্তি জন্য এই উদ্যোগ এবং এই কার্যক্রমের ধারাবাহিক ভাবে বহাল থাকবে জানিয়েছেন মোটরবাইকিং টিম ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল এর পরিচালক শফিকুল ইসলাম রিমন। তিনি আরো জানান, আমাদের সামর্থ্যনুযায়ী আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের কল্যানে কাজ করতে এবং মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য মূলত আমাদের প্রচেষ্টা। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল পরিচালক শফিকুল ইসলাম রিমন, কো-অডিরেটর ফজলে রাব্বি, জাহিদ হোসেন সজিব সার্ভিস ইঞ্জিঃ ACI ইয়ামাহা,ইমন খান,আজাদ খান, আমিনুল ইসলাম,আফ্রেদী রাব্বি,মামুন হাসান,মোহাম্মদ রাকিব,আশিকুর রহমান ফায়াদ,জয় এবং সকল রাইডারবৃন্দ।