লালপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উন্মুক্ত আম নিলাম ৬৫ হাজারে

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

লালপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উন্মুক্ত আম নিলাম ৬৫ হাজারে

এস ইসলাম, লালপুর (নাটোর )প্রতিনিধি ।

লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আম নিলাম হয় ৬৫ হাজার টাকায় ।

রোববার (৭ জুন) বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত উন্মুক্ত আম নিলাম ডাকে সর্বোচ্চ ৬৫ হাজার টাকায় আম ডেকে নেন উপজেলার বেরিলাবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে শহিদুল ইসলাম। ২য় সর্বোচ্চ ৬০ হাজার টাকা ডাকেন আট্টিকা গ্রামের মোয়াজ্জেম হোসেন।

নিলাম সূত্রে জানা যায়, আজ উপজেলা অডিটোরিয়ামে নিলাম ডাকে ৬ জন অংশগ্রহন করেন। ১১ দফা ডাক শেষে সর্বোচ্চ ডাক ৬৫ হাজার টাকা ঘোষনা কারীকে ৭টি আশ্বিনা আম গাছের আম নিলাম দেওয়া হয়।
লালপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনেয়ারার সভাপতিত্বে নিলাম ডাকে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান সহ নিলাম কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
নিলামের বিষয়টি নিশ্চিত করে লালপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনেয়ারা জানান, শান্তিপূর্ন ভাবে উন্মুক্ত নিলাম ডাক অনুষ্ঠিত হয়। নিলামে ৭টি গাছ সর্বোচ্চ ৬৫ হাজার টাকা ডাকে নিলাম সম্পন্ন হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, উন্মুক্ত নিলাম ডাকে উপস্থিতদের মধ্যে সর্বোচ্চ ডাক ৬৫ হাজার ঘোষনাকারী শহিদুলকে আম নিলাম দেয়া হয়েছে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest