ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
খাদেমুল মোরসালিন শাকীর॥ নীলফামারী জেলা সদরের আলমগীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আলমগীর হোসেন সোনারায় ইউনিয়নের বাবুরহাট গ্রামের একজন মুদী ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় মৃত আলমগীর হোসেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি বালারহাট গ্রামের সহর উদ্দিনের ছেলে। তিনি গত ১৫ বছর আগে স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ নীলফামারীর সোনারায় ইউনিয়নের বাবুরহাটে এসে বসবাস শুরু করেন ও বাজারে মুদির দোকানের ব্যবসা করতেন।
কয়েক দিন ধরে তার প্রচন্ড জ্বর সহ করোনা উপসর্গ দেখা দেয়। সোমবার স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তার নমুনা সংগ্রহ করে। মঙ্গলবার সকাল থেকে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা দুপুর ১২টায় তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন
নীলফামারী সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান,সোমবার আলমগীর হোসেনের করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। রিপোর্ট এলেই বলা যাবে তিনি করোনা পজেটিভ ছিল কি না।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST