ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউয়ন পরিষদ কার্য়ালয়ে আজ ১৮ জুন বৃহস্পতি বার বিকাল ৫ টার সময় ওটরা ইউনিয়ন পরিষদের হল রুমে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, (সাবেক মন্ত্রী) বরিশাল ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ’র সহধর্মিনী, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ওটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহদাত হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অর্পূব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ওলিউর রহমান লিংকন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ইকবাল হোসেন বালী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক মৃধা, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মাহবুব আলম রুবেল, ইউনিয়ন ছাএলীগের সহ সভাপতি পলাশ মৃধা’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
পরে উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সাহানআরা আব্দুল্লাহ রুহের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে দরখাস্ত রাখেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST