সুসন্তানের কাছে প্রতিদিনই বাবা দিবস, মা দিবস –এস ইসলাম

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

সুসন্তানের কাছে প্রতিদিনই বাবা দিবস, মা দিবস –এস ইসলাম

এস ইসলাম, নাটোর থেকে :
বিশ্ব বাবা দিবসে, সকল বাবা ও সন্তানদের ভালোবাসা , শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

প্রত্যেক বছর জুন মাসের তৃতীয় রবিবারে প্রায় ৭৪ টি দেশে পালিত হয় বাবা দিবস। সেই হিসেবে আজ ২১ জুন বিশ্ব বাবা দিবস।

আস্থা, ভরসা আর পরম নির্ভরতার নাম বাবা। বাবা এমন এক বৃক্ষ, যে বৃক্ষের ছায়ায় আস্থার খোরাকে বেঁচে থাকার শক্তি পায় সন্তান। প্রতিটি সন্তানের কাছেই বাবা মানে শক্তি আর সাহস। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। এই ভালোবাসা বিশেষ কোন একদিনের মাঝে সীমাবদ্ধ থাকে না। বাবা-মার জন্য ভালোবাসা প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। যদিও বাবা-মার জন্য বিশেষ দিন হিসেবে প্রতি বছর নির্দিষ্ট করে একটি দিন পালিত হয়ে আসছে। আসলে বাবা-মার জন্য ভালোবাসার কোন নির্দিষ্ট দিন নেই। সন্তানের জন্য প্রতিদিন বাবা দিবস এবং প্রতিদিনই মা দিবস।

বাবা মানে একটু শাসন, অনেক ভালোবাসা। প্রতিটি মানুষের জীবনে বাবা ছাদ হয়ে থাকেন। আমাদের বাবা আমাদের জন্য বটবৃক্ষের ছায়া।

ছোট বেলায় বাবা যখন শাসন করতেন তখন খারাপ লাগতো কিন্তু এখন বুঝি বাবার সেই শাসন আমাদের জন্য কতটা প্রয়োজন ছিল।

বাড়ির সামনেই বয়ে গেছে আঁকাবাঁকা করতোয়া নদী। ছোট বেলায় মন চাইত নদীতে গিয়ে ঝাপাঝাপি করি কিন্তু বাবা সব সময় বারণ করতেন, তাই যেতাম না। নদীতে গোসল করাতে যাওয়াটা বাবা ভয় পেতেন আর এজন্যই ভয় পেতেন যে আমার না আবার কিছু হয়ে যায়। শরীর খারাপ করবে বলে বৃষ্টিতে কখনো ভিজতেও দিতেন না। বাবা যদিও বাহিরে একটু কঠিন মনে হয় কিন্তু বাবার ভেতরটায় আমাদের জন্য নিখাদ ভালোবাসায় পূর্ণ আর তা সব সময়ই আমরা প্রত্যক্ষ করি।

বাবা তুমি আজো আছো বলেই মাথার ওপর ছায়া আছে, তুমি মানে নির্ভরতার আকাশ, তুমি আছো বলে চোখ বুজে নিজেকে নিরাপদ মনে করি।

বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সকল বাবার জন্য ভালোবাসা ও দোয়া।

লেখক : সাহীন ইসলাম
প্রভাষক, বাংলা, ও সাংবাদিক ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest