ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে নিরাপদ সবজি গ্রাম স্থাপনের লক্ষ্যে সবজি চাষীদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরন করেছে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসুচীর অর্থায়নে রবিবার বিকেলে দেড়টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ সবজী চাষীদের মাঝে এসব ফেরোমন ফাঁদ বিতরন করেন। উপজেলার ১৩৫জন সবজী চাষীদের মাঝে ১ হাজার পিস ফেরোমন ফাঁদ বিতরন করা হয়। সেই সাথে এসব ব্যবহারের কলা কৌশল সম্পর্কে চাষীদের নানারকম পরামর্শ প্রদান করেন কৃষি অফিসের কর্মকর্তাগন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাদিক আব্দুল্লাহ, কৃষি অফিসার শামীমা নাজনীন, প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সহ অনেকে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST