বরিশালে রুপালী ব্যাংকের কর্মকর্তাদের পক্ষ থেকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান প্রদান।

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

বরিশালে রুপালী ব্যাংকের কর্মকর্তাদের পক্ষ থেকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান প্রদান।

লিটন বায়েজিদ,বরিশালঃ
করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামর্থ্যবানদের স্বল্প আয়ের মানুষের পাশের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এই মানবিক আহবানে সারা দিয়ে এরইমধ্যে কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের পাশে ত্রাণ ও সহায়তা নিয়ে সরকারের পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী, ব্যক্তি এবং প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রুপালী ব্যাংক লিমিটেড বরিশাল জোন এর আওতাধীন শাখা সমূহের কর্মকর্তা-কর্মচারীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগৃহীত ৫০ হাজাট টাকার পে-অর্ডার রুপালী ব্যাংক লিমিটেড এর সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মোঃ জামাল উদ্দিন করোনা কাজে ব্যবহারের জন্য জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে অনুদান হিসেবে প্রদান করেন। আজ ২৪ জুন দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় তার অফিস কক্ষে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর হাতে ৫৯ হাজার টাকার পে-অর্ডারটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলামসহ আরো অনেকে। এই টাকা জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা তহবিলের ২০০০০৩৪৬৪ হিসাব নং সোনালী ব্যাংক লিমিটেডে জমা দেওয়া হবে এবং তা করোনা কাজে ব্যবহার করা হবে। এসময় জেলা প্রশাসক বরিশাল বলেন, বরিশালের মানুষ যেভাবে মানবিকতার পরিচয় দিচ্ছে তার আমাদের সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এভাবে সবাই এগিয়ে আসলে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় আমরা সফলতার পাশাপাশি আক্রান্তদের পাশে এসে দাঁড়াতে পারবো এবং করোনা কাজে এই তহবিলের অর্থ ব্যয় করতে পারব।এসময় তিনি মানবিক কাজে এগিয়ে আসার জন্য বরিশাল জেলার রুপালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest