নবাবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ বিতরণ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

নবাবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ বিতরণ

মোঃ আরিফুজ্জামান জনি
নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের নবাবগঞ্জে বিনামুল্যে ২শ প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের হাইব্রিড ধানবীজ বিনামুল্যে বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বায়ার ক্রপসায়েন্স লিঃ-এর উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মল্লিকা সেহানবীশ কৃষকের হাতে এ ধানবীজ তুলে দেন।

এ সময় বায়ার ক্রপসায়েন্স লিঃ-এর টেরিটরি অফিসার মোঃ রেজওয়ান উদ্দীন, মাঠ সহযোগী মো আব্দুর রহিম, সুমন কুমার, স্থানীয় পরিবেশক মোঃ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

টেরিটরি অফিসার জানান- বায়ার ক্রপসায়েন্স লিঃ-এর উৎপাদিত অ্যারাইজ এজেড ৭০০৬ নামক ধান বীজ উপজেলার ২শ কৃষকের মাঝে বিতরন করা হচ্ছে। এ ছাড়াও ইতিমধ্যে বিরামপুর, ঘোড়াঘাট উপজেলায় আরও ৪শ কৃষককে বিনামুল্যে এ ধানবীজ প্রদান করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest