ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০
ই.এইচ সুজন, বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার নলছিটি দলিল লেখক সমিতি’র উপদেষ্টা মন্ডলীল সদস্য এবং প্রবীন দলিল লেখক শাহজাহান মাঝী (৬০) শেবাচিম এর করোনা ইউনিটে মৃত্যুবরন করেন। গতকাল ২৫ জুন, (বৃহষ্পতিবার) রাত প্রায় ৯টায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের- করোনা ইউনিটে ইন্তেকাল করেন। (ইন্না‘ লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
নলছিটি উপজেলার ২নং মগড় ইউনিয়নের মেরহার গ্রামের নলছিটি দলিল লেখক সমিতি’র উপদেষ্টা মন্ডলীল সদস্য এবং প্রবীন দলিল লেখক শাহজাহান মাঝী (৬০) প্রায় এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোন উপসর্গ নিয়ে অসুস্থ হলে, বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহষ্পতিবার রাত আনুমানিক ০৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেবাচিম এর করোনা ইউনিটে মৃত্যুবরন করেন। এনিয়ে উপজেলায় এক সপ্তাহে ৪ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন। এছাড়া নলছিটি উপজেলায় মরনব্যাধি নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫ জন।
শুক্রবার সকাল ৮টায় মুফতি হানযালা নোমানির নেতৃত্বে শাবাব ফাউন্ডেশন এর ৯ সদস্যের একটি টিম উপস্থিত হয়ে লাশের গোসলসহ দাফন সম্পন্ন করেন। এ সময় চরমোনাই এর খলিফা ও কাঠিপাড়ার পীর সাহেব হযরত মাওলানা সেকেন্দার আলী সিদ্দিকী হুজুর জানাজায় অংশগ্রহন করেন।
নলছিটি দলিল লেখক সমিতি এর পক্ষথেকে মরহুমের রুহের মাগফেরাত এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST