ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
হারুন অর রশিদ(রিয়াদ)জলঢাকা,নীলফামারী প্রতিনিধিঃ
রংপুর পাগলাপির থেকে জলঢাকা ডালিয়া হয়ে পাটগ্রাম বুড়িমারী পর্যন্ত প্রস্তাবিত ৪ লেন রাস্তা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছে অধিকার সচেতন নাগরিক কমিটি।
২৭ জুন শনিবার সকালে উপজেলার পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে(জিরো পয়েন্টে) ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত উপজেলার সর্বোস্তরের জনসাধারণের মধ্যে ছিলেন সাবেক সাংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা
রংপুর পাগলাপির থেকে জলঢাকা ডালিয়া হয়ে পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত প্রস্তাবিত ৪ লেন রাস্তা অবিলম্বে বাস্তবায়নের দাবি তোলেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে সরকারের কাছে আবেদন করেন রংপুর -লালমনিরহাট-বুড়িমারি ১৩৫ কিমি রাস্তা বাদ দিয়ে ৯০ কিমি রাস্তা রংপুর -জলঢাকা-বুড়িমারি বাস্তবায়নের।
একসময় উপস্থিত মানববন্ধনে অংশগ্রহণকারি শত শত জনতা শ্লোগান তোলেন সরকারের কয়েকশো কোটি টাকা বাঁচাতে চাই রংপুর জলঢাকা-বুড়িমারী ৪ লেন সড়ক” চাই।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST