লিটন বায়েজিদ,বরিশালঃ করোনা আক্রান্ত শাসকষ্টের রোগীদের জীবন বাঁচাতে ২৯ জুন সোমবার সকাল ১১ টায় ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয়ে করোনা রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক কার্যক্রমের উদ্বোধন করা হয়। করোনা রোগীদের শাসকষ্ট শুরু হলে প্রয়োজন অক্সিজেন । এই অক্সিজেনের অভাবেই মারা যায় বেশিরভাগ রোগী। তাই মানুসের জীবন বাচাতে নেয়া হয়েছে এই মহত উদ্যোগ। এই মহত উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারন শ্রেণি-পেশার মানুষ।বর্তমানে সাধারণমানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে গেলে সাধারণ চিকিৎসা পেলেও শ্বাসকষ্ট রোগীরা অক্সিজেন সেবা পাচ্ছে না। তাই সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে এই অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, বরিশালে করোনা আক্রান্ত বেশিরভাগ রোগীই বাড়িতে চিকিৎসা নিচ্ছে। ফলে এই রোগে শাসসকষ্ট শুরু হলে রোগীকে বাঁচাতে প্রয়োজন অক্সিজেন। কিন্তু সরকারি উদ্যোগে কোন অক্সিজেন ব্যাংক না থাকায় অক্সিজেনের অভাবে বেশ কিছু মৃত্যু আমাদের ব্যাথিত করেছে। তাই আমরা বাসদের উদ্যোগে করোনা রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘অক্সিজেন ব্যাংক’ এর কার্যক্রম শুরু করছি। ৩০টি অক্সিমিটার এবং বেশ কয়েকটি অক্সিসিলিন্ডার নিয়ে এই কার্যক্রম শুরু হলেও তা ধীরে ধীরে বাড়াতে থাকবো। বরিশালে অক্সিজেনের অভাবে কোন মৃত্যুই আমরা চাই না।