ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
লিটন বায়েজিদ,বরিশালঃ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া ওয়ার্ডের বটতলা বাজারে পুরি খাওয়াকে কেন্দ্র করে দোকান মালিক ও ক্রেতার সাথে মারামারি একপর্যায়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে। সরেজমিনে গেলে ভুক্তভোগী হৃদয়ের দেয়া এক সাক্ষাৎকারে জানা জায় বিগত ২৯ জুন সন্ধ্যায় হৃদয় ও সাব্বির দুই বন্ধু বটতলা বাজারে সুমনের পুরীর দোকানে গিয়ে বসে পুরীর অর্ডার করে এবং সুমন পুড়ি সরবরাহ করে কিন্তু পুরি খেতে গেলে হৃদয় সুমনকে বলে ভাই পুরি ঠান্ডা এবং বাসি মনে হয় আপনি গরম পুরি দেন। তাৎক্ষণিকভাবে সুমন রেগে গিয়ে হৃদয় কে বলে খাইলে খা না খাইলে যা, তারপর ছাব্বির বলে ভাই আপনি খারাপ কথা বলেন কেন ভালো পুরি থাকলে দেন।তারপর সুমন সাব্বিরকে ছুরি দেখিয়ে বলে এটা পেটের ভিতরে ঢুকিয়ে দিব এখান থেকে চলে যা । তারপর দুই পক্ষই উত্তেজিত হলে তাৎক্ষণিকভাবে একদফা হাতাহাতি করে। স্থানীয় দোকানদাররা এসে হৃদয়ও সাব্বিরকে ঝামেলা না করে চলে যেতে বলে। পরে ওই দিন রাতেই হৃদয় এবং সাব্বির তাদের আরেক বন্ধুকে বাড়িতে এগিয়ে দিয়ে ফেরার সময় সুমন এবং তার ছোটভাই হাসানের সাথে পথে দেখা হয় এবং সুমন ছুড়ি ও বটি বের করে হৃদয় এবং সাব্বির কে হামলা করার চেষ্টা করে, একপর্যায়ে সুমনের দেয়া বটির আঘাতে হৃদয়ের হাত কেটে যায়। তাৎক্ষণিকভাবে থানায় গেলে হৃদয়কে আগে হসপিটালে ভর্তি হতে বললে সেই মোতাবেক হৃদয় হসপিটালে ভর্তি হয়। কিন্তু পরে উল্টো সুমন থানায় গিয়ে হৃদয় সাব্বিরের বিরুদ্ধে দোকানে হামলা ও টাকা লুটের মামলা দেয়।
এদিকে পুরো বিষয়টি জানতে অভিযুক্ত সুমনের কাছে গেলে তিনি বলেন হৃদয় এবং সাব্বির দোকানে এসে পুরি খাওয়া নিয়ে ঝামেলা করলে তাদেরকে আমি দোকান থেকে তাড়িয়ে দেই। পরেওরা আমার দোকানে এসে হামলা করে ১০৭০০ টাকা ক্যাশ থেকে নিয়ে যায়। এবং হাত কাটার বিষয়টি নিজেরা সাজিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদিকে কাউনিয়া থানার এসআই মিজানুর রহমান মামলার বিষয়টি তদন্ত করতে উক্ত স্থানে গিয়েছেন বলে জানা যায়। ভুক্তভোগী হৃদয়, সাব্বির প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST