ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে অনলাইন জনপ্রিয় সামাজিক গ্রুপ লাভ ফর ফ্রেন্ডস পরিবারের পক্ষ থেকে খুব নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব ২০২০ পালিত হয়েছে।
০৫ই জুলাই রবিবার সকাল ১১ ঘটিকায় বরিশাল নগরীর কীর্তনখোলার তীর ঘেষে গড়ে উঠা মুক্তিযোদ্ধা পার্কে অসহায় কর্মহীন মানুষের শিশুদের মাঝে মৌসুম ভিত্তিক ফল প্রদান করা হয়।
প্রায় ৭০টি শিশুদের মাঝে এই ফল বিতরন করা হয়।
এ সময়ে শিশুদের মাঝে বিভিন্ন ফল খাওয়ানো হয় এসব ফলের মধ্যে রয়েছে আম,কাঁঠাল,আনারস,জামরুল,লটকন,কলা,ঢউয়া ফল অন্যতম।
করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে মৌসুম ভিত্তিক ফল খাওয়া থেকে সমাজের এই শিশুরা বঞ্চিত তাই একটু প্রশান্তির জন্যই এমন উদ্যোগ করা এবং এই সামাজিক কার্যক্রম ধারাবাহিক ভাবে বহাল থাকবে বলে জানিয়েছেন লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি পারভেজ সিকদার। তিনি আরো বলেন, আমরা সামর্থ্যনুযায়ী চেষ্টা করছি শিশুদের মৌসুমি ফল খাওয়াতে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার শাহেদ বিল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল হক রনি,নুসরাত জাহান,মারুফ আহমেদ,আদনান রহমান,মাহমুদুল হাসান,আব্দুল্লাহ আল রাফি,রুবেল, শাকিল আহমেদ,ফরহাদ হোসেন।
কার্যক্রম সফল করতে সার্বিকভাবে সহোযোগীতা প্রদান করেছেন মেহেদী হাসান মল্লিক (মডারেটর),রিদয় সিরাজুল ইসলাম(মডারেটর),জাকারিয়া,মোহাইমিন শুভ,জাহিদুল ইসলাম,এম এইচ দীপ্ত,মোঃ কামাল হোসাইন,মুজাহিদুল ইসলাম,রাজু আহমেদ,মামুন সহ অন্যান্য গ্রুপ সদস্যবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST