ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
রাজশাহী ব্যুরো: উপমহাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী কন্ঠরাজ এন্ড্রু কিশোরের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রামেক হাসপাতালের মর্গের হিমঘরে মরদেহ রাখা হয়েছে৷ অস্ট্রেলিয়ায় অবস্থানরত ছেলেমেয়ে দেশে ফিরলে আনুষ্ঠানিকতা শেষে রাজশাহীতে সমাহিত করা হবে। আজ সোমবার রাত ১০ টার দিকে এম্বুলেন্সে করে হাসপাতালে মরদেহ নিয়ে যাওয়া হয়। প্রিয় শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার বোনের বাসার সামনে হাজার হাজার ভক্ত ভিড় জমায় প্রিয় শিল্পীকে এক নজর দেখতে।
উল্লেখ্য, এর আগে আজ সোমবার ৭ টায় রাজশাহী মহানগরীর মহিষবাথানে তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তার মৃত্যু হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পরে থেকে তার শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না। কাল থেকে কথাও বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যু নিয়ে বিভিন্ন পোস্ট করছে ভক্তরা। তিনি রাজশাহীর কৃতি সন্তান ছিলেন। তার মৃত্যুতে দেশ এক মেধাবী শিল্পীকে হারাল। তারকাদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
এছাড়াও তার সহকর্মী শিল্পীরা তাকে নিয়ে আবেগ ঘন পোস্ট দিচ্ছেন। ডাক দিয়াছেন দয়াল আমারে আর বেশিদিন রইবো নারে তোদের মাঝারে। তার এই গানের মতো করেই তিনি বড় অসময়ে চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST