ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
শফিউর রহমান কামাল ঃআজ ০৭ জুলাই তারিখে বরিশাল জেলায় নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ১৮ জন সহ অদ্যাবধি এ জেলায় ১৭৭৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ০৭ জুলাই এ জেলায় করোনা আক্রান্ত ০৬ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ৪৯৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ০৭ জুলাই এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। অদ্যাবধি এ জেলায় ৩১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মুলাদী উপজেলার ০১ জন, উজিরপুর উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বাংলাবাজার, ব্রাউন কম্পাউন্ড, কাউনিয়া, বিএম কলেজ রোড, শের-ই-বাংলা সড়ক, এম এ গফুর সড়ক, জর্ডন রোড, কাশীপুর, আমানতগঞ্জ, পুলিশ লাইন প্রত্যেক এলাকার ০১ জন করে ১০ জন, ব্যাংকে কর্মরত ০১ জন, জেলা পুলিশে কর্মরত ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০১ জন, সদর জেনারেল হাসপাতালের ০১ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন নার্স, ০১ জন স্টাফসহ মোট ১৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৭৭ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৩৫৬ জন, উজিরপুর উপজেলায় ৮২ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৪৯ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৩১ জন, হিজলা উপজেলায় ২৩ জন, বানারীপাড়া উপজেলায় ৪৪ জন, মুলাদী উপজেলায় ৪২ জন, গৌরনদী উপজেলায় ৫০ জন, আগৈলঝাড়া উপজেলায় ২১ জন করে মোট ১৭৭৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মেহেন্দীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সহ অদ্যাবধি জেলা প্রশাসনের ০৩ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
হিজলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সহ অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০১ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন।
বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ০২ জন ইউনিয়ন পরিষদ সচিব, জাহাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের ০১ জন গাড়িচালক ও ০১ জন কর্মচারীসহ অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৭ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
সদর জেনারেল হাসপাতালের ০১ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন নার্স, ০১ জন স্টাফ সহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ২২৮ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST