ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
রাজশাহী ব্যুরো: রাজশাহীতে আজ চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ আরো ৫১ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে এক উপ-পুলিশ কমিশনার পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ ৯ জন পুলিশ সদস্য ও চিকিৎসক রয়েছেন। একজন পুলিশের এ এস আই ও রয়েছে। বাকিগুলো বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রাজশাহীর ২৩ জন ও রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা আরো ২৮ জন করোনা পজিটিভ হয় । গত কয়েক দিনের মধ্যে আজ রাজশাহীতে তুলনামূলক কম মানুষের করো না শনাক্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আজ রামেক হাসপাতালে পিসিআর ল্যাবে র ১৮৮ টি নমুনা পরীক্ষায় ২৮ জন করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য ও চিকিৎসক রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST