ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
শফিউর রহমান কামাল ঃআজ ৮ জুলাই সকাল ১১ টায়, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল সদর এর আয়োজনে উপজেলা পরিষদ বরিশাল সদরের সম্মেলন কক্ষে খরিপ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে সবজি বীজ বিতরণ এর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে লাল শাক, ডাটা শাক, গীমি কলমী, পুঁইশাক, বরবটি, সীম, চিচিগা, লাউ, করলা, ঢেড়শ ইত্যাদি সবজীর বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা সাইদুর রহমান রিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মুনিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর মাহবুবুর রহমান মধু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা বরিশাল সদর মোঃ তৌহিদসহ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কৃষকদের হাতে এসব সবজীর বীজ তুলে দেন। বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়ন এর ৩২০ জন কৃষকদের মাঝে বীজ, সার, বেড়া তৈরি, পরিচর্যা ও সাইনবোর্ড সরবরাহ বাবদ প্রত্যেক কৃষককে জৈব ও অজৈব সার বাবদ ৪৩৫ টাকা, বেড়া তৈরি বাবদ ১ হাজার টাকা এবং পরিচর্যা বাবদ ৫০০ টাকা সর্বমোট ১৯৩৫ টাকা কৃষকের ব্যাংক হিসাবে/মোবাইল ব্যাংক হিসাবে প্রদান করা হবে। ৩২০ জন কৃষক মোট ৬ লক্ষ ১৯ হাজার ২০০ টাকা পাবে। সাথে লাল শাক ২০ গ্রাম, ডাটা শাক ০৭ গ্রাম, গীমি কলমী ২৫ গ্রাম, পুঁইশাক ২৫ গ্রাম, বরবটি ২৫ গ্রাম, সীম ২৫ গ্রাম, চিচিগা ০৩ গ্রাম, লাউ ০২ গ্রাম, করলা ১.৫ গ্রাম, ঢেড়শ ২০ গ্রাম মোট ১ কেজি ৫৩.৫ গ্রাম সবজীর বীজ পাবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST