ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান।
বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকা ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় ০৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।
১১ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা মহোদয়ের সার্বিক নির্দেশনায় বরিশাল বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে বরিশাল মহানগরীর বগুড়া রোড, মল্লিক রোড, কালি বাড়ি রোড এবং ঝালকাঠি জেলার দপদপিয়া এলাকায় অস্বাস্থ্যকর ভাবে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা,পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য (কোমল পানীয়),ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST