ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
ইসারুল হক, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন।
মৃত বৃদ্ধ জেলার শিবগঞ্জ উপজেলার মোঃ এনামুল হক(৮০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান সম্বনয়ক ডা: নাহিদ ইসলাম মুন জানান, মৃত ব্যক্তি সদর আধুনিক হাসপাতালে নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে গত শনিবার (১১ জুলাই) মেডিসিন বিভাগে ভর্তি হবার পর করোনা ইউনিটে স্থানান্তর করা হয় ।
তিনি আরও জানান, মৃত ব্যাক্তির জ্বর,শর্দি,কাশি এবং শ্বাসকষ্ট থাকায় তাকে করোনা ইউনিটে ভর্তির পর সোমবার সকালে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে রাত সোয়া আটটার দিকে ঐ ব্যাক্তি মারা যান।মৃত ব্যাক্তিকে স্বাস্থ্য বিধি মেনে দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST