জেলা প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ২৮ বছর বয়সী এক নারীকে মডেল বানানোর কথা এনে গণ ধর্ষনের অভিযোগে সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষনের সহায়তা করার অভিযোগে লাকি বেগম (৪৬) নামে এক নারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনার সাথে জরিত ২য় আসামী পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ওই নারীসহ ২জনকে আটক করেছে বোদা থানা পুলিশ। আটক সাজ্জাদ হোসেন মিলন বোদা পৌর এলাকার রফিকুল ইসলামের ছেলে ও লাকী বেগম ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বোদা পৌর এলাকার রফিকুল ইসলাসের ছেলে সাজ্জাদ হোসেন মিলন বিভিন্ন মিউজিক ভিডিও এডিটর হিসাবে কাজ করতেন বলে জানা যায়। এদিকে পাবনার জেলার ভাংগুরা থানার পাথরঘাটা এলাকা থেকে ওই নারীকে বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেলিং এর কথা বলে সাজ্জাদ হোসেন মিলনের সাথে ওই নারীর মডেলিং করার চুক্তি হয় পরে মিলন ওই নারীকে বোদায় আসতে বললে তার কথামতো ওই নারী গত ১৪ জুলাই (মঙ্গলবার) বোদায় বাসযোগে আসে। পরে তাকে আটক লাকীর বাড়িতে রেখে ১৪/১৫ জন জোরপূর্বক ভাবে ধর্ষন করে বলে ভিকটিম অভিযোগ করে। পরে ওই নারী বোদা থানায় গত ১৫ জুলাই (বুধবার) রাতে মিলন ওই নারীসহ ৩ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত ১৪/১৫ জনের নামে মামলা দায়ের করে এবং পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মিলন ও তিন নং আসামী লাকিকে আটক করে থানায় নিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সায়েম মিয় জানান, ওই নারী থানায় মামলা দায়ের করলে রাতে মামলার প্রধান আসামী মিলন সহ ২ জনকে আটক করে আদালদেত প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।