ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর পৌরএলাকায় একই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পৌরএলাকার উত্তরা আবাসিক এলাকায় পল্লী বিদ্যুৎরোডে একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহতরা হলেন গণি মিয়া (৪৫) ও তার স্ত্রী আজিরন (৩৬) ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৭)।
স্থানীয়রা জানান, গণি নতুন বসতি স্থাপন করেছেন। গত কয়েকদিন ধরে তার বাড়ির গেট তালাবদ্ধ ছিল। সকালে গণির শাশুড়ি বাসার গেটে এসে ডাকাডাকি করে কোনা সাড়া না পেলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, জেলা থেকে পিবিআই ও সিআইডি বিশেষেজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে। পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা বেষ্টনিতে রেখেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST