শিক্ষা প্রতিষ্ঠা‌নের ৩য় শ্রেণী কর্মচারীদের বৈষম‌্য দূরকরণ এখন সম‌য়ের দা‌বি- বাক‌শিস সভাপ‌তি।

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

শিক্ষা প্রতিষ্ঠা‌নের ৩য় শ্রেণী কর্মচারীদের বৈষম‌্য দূরকরণ এখন সম‌য়ের দা‌বি- বাক‌শিস সভাপ‌তি।

বরিশাল ব্যুরোঃ বরিশাল নগরীর অ‌শ্বিনী কুমার টাউন হল চত্ব‌রে ২২ তারিখ মঙ্গলবার বেলা ১২ টায় গা‌জিপু‌রের কাপা‌সিয়ায় এক অ‌ফিস সহকারী‌কে অন‌্যায়ভা‌বে ভ্রাম‌্যমান আদালত কতৃক জ‌রিমানা আদা‌য়ের প্রতিবাদ ও ৬ দফা দা‌বি‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। অনু‌ষ্ঠিত মানববন্ধ‌নে সভাপ‌তিত্ব ক‌রেন জেলা সভাপ‌তি গা‌জি আব্দুস ছালাম। অনুষ্ঠা‌নে উপ‌স্থিত থে‌কে কর্মসূচীর প্রতি পুর্ন সমর্থন জ্ঞাপন ক‌রেন বাংলা‌দেশ ক‌লেজ শিক্ষক স‌মি‌তির নেতৃবৃন্দ। প্রধান বক্তা কেন্দ্রীয় সি‌নিয়র সহ সভাপ‌তি জিয়াউ‌দ্দিন সরদার তার বক্ত‌বে‌্য মানব বন্ধ‌নের প্রেক্ষাপট বর্ননা ক‌রে কাপা‌সিয়ার ঘটনার তীব্র নিন্দা এবং জ‌রিমানার সিদ্ধান্ত প্রত‌্যাহা‌রের দা‌বি জানান। ।‌ একই সা‌থে শিক্ষা প্রতিষ্ঠা‌নে অ‌ফিস সহকারী‌দের কর্মঘন্টা নির্ধার‌নের দা‌বি জা‌নি‌য়ে ব‌লেন, যতক্ষন শিক্ষক স্কু‌লে থাক‌বেন, ততক্ষন অ‌ফিস সহকারী থাক‌বেন। ক‌রোনাকালীন অ‌ফিস সহকারী‌দের দিনরাত কাজ কর‌তে হ‌চ্ছে, নেই কোন প্রনোদনা। তিনি তৃতীয় শ্রেণী কর্মচারী‌দের ১০ম গ্রেডে বেতন প্রদা‌নের জোড় দা‌বি জানান। মানববন্ধ‌নে বাক‌শিস জেলা সভাপ‌তি অধ‌্যক্ষ মহ‌সিন উল ইসলাম হাবুল ব‌লেন, এটা চীর সত‌্য, প্রতি‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নে অ‌ফিস সহকারীরা বৈষ‌ম্যের স্বিকার। বেতন, পদন্ন‌তি, কর্মঘন্টা বিষ‌য়ে দ্রুত সরকা‌রের পদ‌ক্ষে‌পের দা‌বি জানান। তি‌নি ঢাকার গা‌জিপু‌রের জ‌রিমানার তীব্র নিন্দা জা‌নি‌য়ে ব‌লেন, যি‌নি শিক্ষা প্রতিষ্ঠা‌নের অ‌ফিস সহকারী‌কে জ‌রিমানা ক‌রে‌ছেন, তার জ্ঞান নি‌য়ে য‌থেষ্ট স‌ন্দেহ র‌য়ে‌ছে। অ‌বিল‌ম্বে তি‌নি জ‌রিমানা প্রত‌্যাহা‌রের দা‌বি জানান। জেলা সভাপ‌তি গা‌জি আব্দুস ছালাম মানব বন্ধ‌নে ৬‌টি দা‌বি মে‌নে নেয়ার জন‌্য সরকা‌রের প্রতি আহবান জানান, একই সা‌থে দূর দুরান্ত থে‌কে মানববন্ধ‌নে সহকমী‌দের অংশগ্রহন করায় আন্ত‌রিক ধন‌্যবাদ জানান। সমা‌বে‌শে আরও বক্তব‌্য রা‌খেন শিক্ষক নেতা আ‌মিনুল ইসলাম খোকন, জেলা সম্পাদক ফি‌রোজ আহ‌মেদ, হা‌বিবুর রহমান প্রমূখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest