মুজিবর্ষ উপলক্ষে কুড়িগ্রামে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ পরিদর্শশন করলেন উপ-পরিচালক

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

মুজিবর্ষ উপলক্ষে কুড়িগ্রামে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ পরিদর্শশন করলেন  উপ-পরিচালক

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, রাজনীতির মহাকবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিআরটিএ’ র বিশেষ সেবা সপ্তাহ পরিদর্শন করেন বিঅারটিএ,রংপুর উপ-পরিচালক আশরাফুজ্জামান ( ইঞ্জিনিয়ার)।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কুড়িগ্রাম ও লালমনির হাট সার্কেলের আয়োজনে বিশেষ সেবা সপ্তাহে – বিআরটিএ’র সার্ভিস পোর্টালের মাধ্যমে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং বিআরটিএ’র সার্ভিস পোর্টালের মাধ্যমে মোটরসাইকেলের রেজিস্টেশন প্রদান করা হচ্ছে।
কুড়িগ্রাম বিআরটিএ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেবা সপ্তাহে দ্রুততম সময়ে সেবা নিতে পেরে স্বস্তিতে গ্রাহকেরা।

সুবিধাভোগি বাদশা মিঞা নামে একজনের সাথে কথা বললে তিনি বলেন,প্রতি মাসে এরকম সেবা সপ্তাহের আয়োজন করা হলে সাধারন মানুষ অনেক উপকৃত হবেন।

কুড়িগ্রাম ও লালমনিরহাট সার্কেলের সহকারী পরিচালক আলতাব হোসেন ও অফিস সহকারী জাবেদুল ইসলাম জানান, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কোন রকম হয়রানি ছাড়াই দ্রুত সময়ে গ্রাহক সেবা দিতে আমরা সেবা সপ্তাহের আয়োজন করেছি। সেবা সপ্তাহে অনেকেই সেবা গ্রহন করে সন্তুষ্টি প্রকাশ করছেন। আগামী দিনেও হয়রানি মুক্ত সেবা কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তারা। এদিকে বিশেষ সপ্তাহ পালনের সমাপনি দিনে বিঅারটিএ, রংপুর উপ-পরিচালক আশরাফুজ্জামান (ইঞ্জিনিয়ার) নিজেই সুবিধাভোগীদের হাতে লার্নার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএ রংপুর বিভাগ মটরযান পরিদর্শক মোঃ নুরুস সাফা সরকার, কুড়িগ্রাম- লালমনিরহাট বিআরটিএ সহকারী পরিচালক অালতাব হোসেন,কুড়িগ্রাম-লালমনিরহাট মোটরযান পরিদর্শক মাহাবুবর রহমান, অফিস সহকারী জাবেদুল ইসলাম প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest