ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
মোঃ হাসিম উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব লুৎফর রহমান মিন্টু মৃত্যু বরণ করেন। দিনাজপুরের মানুষকে কাঁদিয়ে ওপারে চলে গেলেন,তার মৃত্যুতে এলাকার হাজার হাজার মানুষ ,দলীয় নেতা কর্মী শোকাকিভূত। তিনি করোনাসহ দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায় গত ২৮শে আগষ্ট শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় ২৯ সেপ্টেম্বর ভোর ৪ টায় ইন্তেকাল করেছেন । ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ১ম দফা জানাযা বেলা ৩.৩০ টায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এবং ৩০ সেপ্টেম্বর বুধবার ২য় দফা জানাযা বেলা ০২ ঘটিকায় দিনাজপুর গৌর এ শহীদ ময়দান (বড় মাঠ) এ অনুষ্টিত হয় ও ফরিদপুর কবরস্থান (নিউটাউন) এ দাফন সম্পন্ন হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী ,সাংবাদিক ,মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ তার জানাযায় অংশগ্রহন করেন । মৃত্যুকালে তিনি এক স্ত্রী ,এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এ জে এম সাহাবুদ্দিন সুজন জানান যে ,আমরা এমন একজন নেতা হারালাম যার শুণ্যতা কখনই পুরণ হবার নয় যিনি মেহনতী মানুষের সারা জীবন নিঃস্বার্থভাবে সেবা করে গেছেন ও অভিভাবকের দায়িত্ব পালন করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST