ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকা জেলার আশুলিয়া মধ্যগাজী চট এলাকা থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ উগ্রবাদী নথিপত্র
জব্দ করা হয়।গ্রেফতারকৃতের নাম মো: মাহবুবুর রহমান (৩৯)
বুধবার বিকেল ৪ টায় র্যাব-১১ এর সিনিয়র এএসপি সুুুুমিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, জঙ্গি সংগঠনের এই সদস্য সন্ত্রাস বিরোধী আইনে তদন্তাধীন মামলার আসামি ।গ্রেফতারকৃত আসামির বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কাশিনাথপুর গ্রামে।অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি)এ যোগ দেয়।এখানে সে দাওয়াতী শাখার সমন্বয়কারী হিসেবে কাজ করতো।
র্যাবে আরো জানায়,গ্রেফতারকৃত আসামি তার সংগঠনের সদস্য বাড়ানোর জন্য অসংখ্য ভুয়া ফেসবুক আইডি,ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাহাবুব রহমান স্বীকার করে যে, ঢাকা ও নারায়ণগঞ্জের আশেপাশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার জেল থেকে আটককৃত সদস্যদের বের করা,নাস্তিক ব্লগারদের হত্যা, সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ও নিজ সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করতে অপতৎপরতা চালিয়েছে।
আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাব।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST