সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ফারহানা আক্তার স্বর্ণা (২৩) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি বন্দরের বাগবাড়ি এলাকায়। সে বাগবাড়ি এলাকার মোহাম্মদ রায়হানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, স্বামীর সাথে মোটরসাইকেলে করে যাতায়াতের সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ফারহানা সড়কে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি ও চালককে আটকের চেষ্টা চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest