ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি : ০২.১০.২০২০
কুড়িগ্রাম আসন্ন শারদীয় র্দুগা পুজা নির্বিঘ্নে সম্পন্ন
করতে জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠতি হয়েছে। জেলা পরিষদ মার্কেটের জেলা পুজা উদযাপন পরিষদের অফিসে শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুজা উদযাপন পরষিদের সভাপতি সমুদ্র প্রসাদ পান্ডর সভাপতিত্ব বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি দুলাল চদ্র রায়, সাধারণ সম্পাদক রবি বোস, পরিষদ নতা সুনিল চদ্র বর্মন, শ্যামল ভমিক, অসীম কুমার সরকার, চন্দনা রানী সরকার, হিদু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি এস এম ছানালাল বকসি, সাধারণ সম্পাদক অলক সরকার, রাম কৃৃঞ্চ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রর্বতী, পুজা উদযাপন পরিষদের ভুরঙ্গামারী উপজলা শাখার সভাপতি স্বপন সাহা, নাগশ্বরী শাখার সভাপতি গোপিনাথ রায়, ফুলবাড়ি শাখার সভাপতি কার্তিক সরকার, রাজারহাট শাখার সভাপতি রবীদ্রনাথ কর্মকার, চিলমারী শাখায় সভাপতি ডাঃ সলিল বর্মন, উলিপুর শাখার সাধারণ সম্পাদক নারায়ন বর্মন, সদর উপজলা শাখার সভাপতি সুধীর রায়, কুড়িগ্রাম পৌর শাখার সভাপতি ডাঃ দীনেশ সেন, সদর উপজলা দক্ষিন পাড়া পুজা কমিটির সাধারন সম্পাদক বিশ্বজিৎ সাহা পিনটু প্রমুখ।
সভায় বৈশ্বিক করোনা মহামারীর কারনে উৎসবমুখর না করে ধর্মীয় আচরন অনুষ্ঠানের মধ্যদিয় এবারের দুর্গাৎসব পালনের সিদ্ধান্ত গৃৃহীত হয়। এছাড়াও প্রতিটি মন্দির দর্শনার্থীর ও ভক্তদের সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি জীবানু মুক্ত সামগ্রী ব্যবহারের ব্যবসা রাখার সিদ্ধান্ত হয়।
এবছর জেলার ৯ উপজেলায় ৪শ ৯৮ টি মন্দিরে দুর্গা পুজা আয়াজনের প্রস্তুতি চলছে বলে জানান পুজার আয়োজকরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST