ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি : তেঁতুলিয়ায় ১৪ বোতল ফেনসিডিলসহ মুক্তারুল (৩০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিরনইহাট ইউনিয়নের দগরবাড়ি হতে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মুক্তারুল ওই এলাকার আফির উদ্দিনের পুত্র।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই কুদ্দুসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার বসতঘর হতে ১৪ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হই। সে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্পটে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি(২) ধারায় মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শনিবার দুপুরে মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, মুক্তারুল তিরনই এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। গভীর রাতে ১৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি(২) ধারায় মামলা করা হয়েছে। বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST