ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সাইফুর রহমান শামীম,,
,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে একটি বাস কাউনটার থেকে এক হাজার পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রৌমারী থানা বাসস্ট্যান্ড এলাকার শাওন ক্লাসিক টিকিট কাউনটারে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
আটক রহিজ উদ্দিন (৬৫) বাড়ি উপজলার শৈলমারী ইউনিয়নের চর বোয়ালমারীতে। তিনি রৌমারী শাওন ক্লাসিক টিকিট কাউনটার থেকে ঢাকা যাওয়ার জন্য টিকিট সংগ্রহন করেন।
রৌমারী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তুহিন এর গোপন তথ্যের ভিত্তিতে ও পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরিদর্শক (তদন্ত) জানান, রহিজ উদ্দিন দীর্ঘদিন ধরেই কামলার (শ্রমিক) বেশধরে কৌশলে ইয়াবা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। পরে গেপন সংবাদর ভিত্তিতে শাওন ক্লাসিক কাউনটারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর থেকে এক হাজার পাঁচশ পিস ইয়াবা ট্যাবলট উদ্ধার করা হয়। এ ঘটনায় রহিজ উদ্দিনক আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু দিলওয়ার হাসান বলন, ‘আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়র হয়েছে এবং মামলার পর সোমবার বিজ্ঞ আদালতর মাধ্যম কুড়িগ্রাম জলহাজতে প্রেরণ করা হয়েছে ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST