ঢাকা ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
শাকিল আহম্মেদ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ সারা দেশব্যপী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যেগে প্রতিবাদ র্যালী ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসুচী পালন করা হয়। একতা বøাড ফাউন্ডেশনের আয়োজনে কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন, লেখক কলামিস্ট গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন, ডিকেএমসি হসপিটাল লিমিটেডের পরিচালক নজরুল ইসলাম, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিছুর রহমান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক আবু হানিফ হৃদয়, রূপগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, সাধারন সম্পাদক খলিল সিকদার, গ্রেজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, মাওলানা ইমদাদুল হক, মানবাধিকার কমিশন নেতা সুমন মাষ্টার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাকিল আহাম্মেদ, মনজুর হোসেন ভুইয়া, আবু ওবাইদা, মাহাবুব রহমান আশিক,সফিকুল ইসলাম, হারিজ মোল্লা, নাজমুল মিয়া, রবিন, অলিউল্লাহ, মহসিন মিয়াসহ আরো অনেকে।
দীর্ঘ প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসুচীতে আরো অংশ গ্রহন করেন, গণজাগরণ সাংস্কৃতিক সংস্থা, মানবতার পরিচয়, রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশন, অবদান মানব কল্যাণ পরিষদ,ছোনাব শান্তি মিশন ও সমাজ কর্ম পরিবার, মাহনা আদর্শ সেবা, সুন্দর জীবন ক্লাব, যুব শক্তি বøাড ফাউন্ডেশনসহ প্রায় ১৪টি সামাজিক সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।
বক্তারা বলেন, ধর্ষক কোন দলের হতে পারেনা। তার অন্য কোন পরিচয় হতে পারেনা। ধর্ষকের পরিচয় সে ধর্ষক। যেসব এলাকায় ধর্ষণের ঘটনা ঘটবে সেখানে ধর্ষকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে হবে। সামাজিক ভাবে ধর্ষককে বয়কট করতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে এভাবেই নিজ নিজ এলাকায় প্রতিবাদ গড়ে তুলতে হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST