বীরগঞ্জ পৃথক দুটি ঘটনায় শিশু কিশোরসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

বীরগঞ্জ পৃথক দুটি ঘটনায় শিশু কিশোরসহ ৩ জনের মৃত্যু

চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস উল্টে ও পানিতে পড়ে ৩ শিশু-কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৭ অক্টোবর শনিবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় কবিরাজহাট পার্শবর্তী এলাকার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পল্টি খেয়ে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বানপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে মাইক্রো চালক নাঈম (১৬) এর মর্মান্তিক মৃত্যু হয়। একই দিনে উপজেলা শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার বিলপাড়া এলাকার দুলালের শিশু কন্যা লামিয়া আক্তার (৫) ও শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের নাজমুল ইসলামের শিশু কন্যা নওশিন ( ৪) পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়।

শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ডা: কে এম কুতুব উদ্দিন শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, শিশু নওশিন তার নানীর বাড়িতে এসে নামিয়া আক্তারের সাথে খেলাধুলার একপর্যায়ে দুপুর ১টায় স্থানীয় ছোটছোট বাঁচ্চারা পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে ভয়ে কান্নাকাটি ও চিৎকার চেঁচামেচি করলে মৃত্যুর ঘটনাটি জানাজানি হয়। মৃত্যুর সংবাদ বীরগঞ্জ থানাকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest