ঝালকাঠিতে এনএসআই’র ভূয়া পরিচয় দিয়ে, চাঁদাবাজি করার সময় কৌশিক বড়াল আটক

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

ঝালকাঠিতে এনএসআই’র ভূয়া পরিচয় দিয়ে, চাঁদাবাজি করার সময় কৌশিক বড়াল  আটক

ঝালকাঠিঃএনএসআই’র ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় ঝালকাঠির সদর উপজেলার শ্রীমন্তকাঠি গ্রামের কৃষ্ণকান্ত বড়ালের ছেলে কৌশিক বড়ালকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।


রবিবার বেলা আড়াইটায় এনএসআই-এর কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় এনএসআইর কর্মকর্তা তাকে হাতেনাতে আটক করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সদর উপজেলার গুয়াটন গ্রামের বাসিন্দা ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ শাহজাহানের কাছ থেকে কথিত রাজাকার তালিকা থেকে তার নাম বাদ দেয়ার কথা বলে ১ হাজার টাকা নেয়। ইতিপূর্বেও তার কাছ থেকে এনএসআই পরিচয় দিয়ে আরও কিছু টাকা নিয়েছে বলে জানা গেছে।

ঝালকাঠির এনএসআই’র সহকারি পরিচালক আব্দুল কাদের বলেন, কৌশিকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার অপরাধে ফৌজদারী মামলা করা হবে। কৌশিক বড়ালের এই অপরাধের অডিও ভিডিও তথ্য তাদের হাতে রয়েছে বলে এই কর্মকর্তা জানান। কৌশিক বড়াল ঝালকাঠি মিডিয়া ফোরামের আইসিটি সম্পাদক ছিল এবং ১বছর পূর্বে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করত বলে জানা যায়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest