বিষখালিতে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে কারাদন্ড

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

বিষখালিতে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে কারাদন্ড

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
জেলার বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে আটক করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
র১৮ অক্টোবর, রবিবার দুপুরে জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিষখালী নদী থেকে মা ইলিশ শিকারের সময় উজ্জল ও আবুল কালাম নামে ২ জেলেকে আটক করা হয়। এ সময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন ওই দুই জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। আটককৃতরা জেলা সদরের কিস্তাকাঠী আবাসন এলাকার বাসিন্দা। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে নেমে ইলিশ শিকার করছিল। এ সময় উজ্জল ও আবুল কালামকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রম্যমাণ আদালতে তাদেরকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
উল্লেখ্য ঝালকাঠি জেলা প্রশাসন গভীর রাত পর্যন্ত ঘুম জেগে মা ইংলিশ পাহারা দিচ্ছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest