সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে তিন টন রড ডাকাতি ঃ থানায় অভিযোগ

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে তিন টন রড ডাকাতি ঃ থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ১নং ওয়ার্ডস্থ বাতানপাড়া এলাকায় নির্মাণাধীন ড্রেণের ৩ টন রড ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ৩টায় ৭/৮ জন ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানাধীন উক্ত এলাকায় নিয়োজিত দাড়োয়ানদের হাত-পাঁ বেঁধে ট্রাকে করে রড তুলে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন সকালে নির্মাণাধীন ঠিকাদারী কর্মকর্তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান মামুন ট্রেডার্সের কর্মকর্তা মুসলিম জানান, মিজমিজি বাতানপাড়া এলাকায় হাজী জাকির হোসেনের বাড়ির সামনে নাসিকের নির্মাণাধীন ড্রেণ’র কাজে ব্যবহারের জন্য রাস্তার পাশে রাখা ৪১ বান্ডেল রড (৩ টন) রাতের আধারে অস্ত্রের ভয় দেখিয়ে নিয়োজিত দুই পাহাড়াদার এরশাদ এবং নুর হোসেনের হাত-পাঁ বেঁধে ট্রাকে তুলে নিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা এসে উর্ব্ধতন কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে থানায় অভিযোগ দায়ের করেন।

আরেক কর্মকর্তা ফরিদ জানান, প্রায় দুই লক্ষ টাকার রড ডাকাতরা নিয়ে গেছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজন রঞ্জন তালুকদার জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest