বীরগঞ্জে পরিবেশ রক্ষা ও ড্রাম ট্রাক বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

বীরগঞ্জে পরিবেশ রক্ষা ও ড্রাম ট্রাক বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে সচেতন এলাকাবাসী ঝাড়বাড়ীর উদ্যোগে পরিবেশ রক্ষা ও ড্রাম ট্রাক বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী শান্তির মোড়ে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকাবাসী অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ঝাড়বাড়ী পরিবেশ উন্নয়ন পরিষদের আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন, ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সমাজসেবক আবু বক্কর সিদ্দিক ও স্থানীয় সংবাদিক মো.তোফাজ্জল হোসেন সহ আরো অনেকে।

ঝাড়বাড়ী পরিবেশ উন্নয়ন পরিষদের আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন বলেন, ঝাড়বাড়ী শান্তির মোড় থেকে বটতলা হয়ে আত্রাই নদী পর্যন্ত গ্রামের ছোট রাস্তায় বালু বোঝাই ভারি ৬ চাকা ও ১০ চাকার ড্রাম ট্রাক চলাচলের কারণে পাকা-কাচা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারি নির্দেশনা অমান্য করে রাতের-আঁধারে অপরিকল্পিত অবৈধ ভাবে বালুর গাড়ি চলাচল বন্ধ করার দাবি ও পরিবেশ রক্ষার্থে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এলাকাবাসী রাস্তা রক্ষার জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest