আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন আব্দুল আজিজ৷৷৷৷৷

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন আব্দুল আজিজ৷৷৷৷৷

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম আগামী ডিসেম্বর মাসে পৌরসভা নির্বাচনে হবে।
এমন সংবাদ দেশের বিভিন্ন পএ পএিকায় সংবাদ প্রচারিত হলে নাগেশ্বরী পৌরসভা নিবার্চনে মেয়ের পদে আওয়ামী লীগ দলীয় নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে তিনি নানা ভাবে কেন্দ্রের মনোযোগ আকর্ষনের চেষ্টা করছেন। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন, করোনা কালেও সাধারণ মানুষের পাশে থেকে নানা মানবিক উদ্দ্যেগ নিয়েছেন। আগাম গণ সংযোগ ও প্রচার-প্রচারনা শুরু করেছেন। ইতিমধ্যে তিনি পৌরবাসীর দোয়া কামনা করে নিজের ছবি সম্বলিত বিল বোর্ড লাগিয়ে গোটা পৌর এলাকায় নজর কাড়িয়েছেন। ভোটারদের সমর্থন নিতে তিনি নিয়েছেন নানা কৌশল,। ১৯৮৭সালে শেখ রাসেল সমৃতি সংসদের নাগেশ্বরী উপজেলা শাখার প্রচার সম্পাদক, ১৯৯৬সালে নাগেশ্বরী ডিগ্রী কলেজে ছাত্র লীগের আহ্বায়ক, ১৯৯৭ সালে কলেজে আওয়ামী লীগের ভিপি মনোনীত, সর্ব দলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক ২০০১সালে নাগেশ্বরী পৌরসভার আওয়ামী লীগের মনোনীত প্রথম কমিশনার ছিলেন আব্দুল আজিজ। এছাড়াও এখন পর্যন্ত সকল প্রকার দলীয় কর্মসূচী ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্বে দিয়ে আসছে । ১/১১তে উত্তর ধরলা কৃষকের সারের সংকট মুহূর্তে আন্দোলন করে ৪টি সারের ডিলার বৃদ্ধি এবং সার সমস্যা সমাধান, উত্তর ধরলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগতা, সাংগঠনিক সম্পাদকের দায়ীত্ব পালন করে ডে কোচ ও নাইট কোচ চালু করেন। ২০১২সালে হাসপাতালে সিজার অপারেশন চালুর ব্যবস্হা করেন । দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আব্দুল আজিজ বলেন নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই দলের কেন্দ্রীয় কমিটির কাছে আমার মনোনয়ন উপস্থাপন করা হবে। আমি আশাবাদি যে, নেতা কর্মীরা সম্মিলিত ভাবে আমাকে সমর্থন জানাবে ,। কারণ মুল দল সহ সব সহযোগী সংগঠন সমুহের সকল নেতা কর্মীর সাথেই আমার হুদ্রতাপূর্ণ সম্পর্ক। এমনকি দল মত নির্বিশেষে পৌরসভার সকল মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমার বিদ্যমান। যা অনেকের তুলনা অনেকাংশে বেশিই বলে আমার বিশ্বাস। তাই মনে করি একই ভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধুর কন্যা ও প্রধান মন্ত্রী, জননেএী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন নৌকার মাঝি হিসেবে, কারণ তিনি দল ও দেশের সকল ক্ষেত্রে যোগ্য কর্মীকে প্রাধান্য দিয়ে ভবির্ষ্যতে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়ানোর উপযুক্ত করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। পরম করুনাময় আল্লাহ তায়ালা যতদিন আমাকে জীবিত রাখবেন, ততোদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেএী মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০৪১লক্ষ্যে কাজ করে যাবো


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest