কুড়িগ্রামের বড়ভিটা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

কুড়িগ্রামের বড়ভিটা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। ৫ নভেম্বর সকাল ১১ টায় বড়ভিটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন , বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম প্রমূখ।
বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরণা বেগম জানান, গভর্নেন্স ইনোভেশন ইউনিটের শর্ত অনুযায়ী প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণার সূচক সমূহ অর্জিত হওয়ায় বড়ভিটা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হল।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest