ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কুয়াকাটা থেকে আগত সিলেটগামী বেপারী পরিবহন থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিসার ও বন্দর থানা প্রশাসন জাটকা ইলিশ জব্দ করতে সক্ষম হন । তাদের উপস্থিতিতে গাড়ি থামিয়ে গাড়ির ভিতরে থাকা সমস্ত মাছের বস্তাগুলি চেক করে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করে। পরে প্রশাসনের সহযোগিতায় উপজেলা মৎস্য অফিসের সামনে গাড়ীটি নিয়ে জাওয়া হয়, তারপর উপজেলা নির্বাহি কর্মকর্তা, এসিল্যান্ড মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও দরিদ্র মানুষে মাঝে জাটকা ইলিশ গুলি প্রদান করা হয়। এসময় বরিশালের অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Bongshai IT