ঢাকা ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০
নিউজ ডেস্কঃ
অল্পের জন্য আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে বরিশাল নগরীর হাসপাতাল রোডের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। পুড়ে গেছে ১টি দোকান।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর হাসপাতাল রোডের গুপ্ত কর্নার এলাকায় ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনার সময় সব দোকানপাট বন্ধ ছিল। টিভি সার্ভিসিং এর দোকানের ভেতর থেকে শব্দ শুনতে পায় পার্শ্ববর্তী চায়ের দোকানি। অল্প সময়ের মধ্যে ঐ দোকান থেকেই ধোঁয়া বের হতে দেখা যায়।
এ অবস্থায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকাণ্ডে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
তবে তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানাতে পারেননি বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর উপ পরিচালক ফারুক হোসেন।
উল্লেখ্য, এখানে টেলিভিশন সার্ভিসিং দোকানের দুইপাশে প্রায় ১০টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST