নাটোরের বাগাতিপাড়ায় কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

নাটোরের বাগাতিপাড়ায় কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্ম বিরতি চলছে।

সোমবার ১৬ নভেম্বর থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিচে সমবেত হয়ে এই কর্মবিরতি শুরু করেন তারা। পদবী পরিবর্তন ও বেতন কোড উন্নীত করণের দাবিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ের কর্মচারীদের আহ্বানে এই কর্ম বিরতি পালন করা হচ্ছে।

এবছরের শুরু থেকেই তারা দাবি বাস্তবায়নের জন্যে প্রথমে এক ঘণ্টা, অর্ধ-দিবস এবং পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করে আসছেন। এতে বক্তব্য রাখেন বাগাতিপাড়া ভূমি অফিসের নাজির- ফাইজা আনান রাকা, সি এ কাম ইউডিএ- জীবন কৃষ্ণ দাস, সেলিম রেজা, মোঃ রাজিব আল আরিফ, মোঃ আবু সায়েম, দীপক ঠাকুর প্রমুখ।

এসময় তাড়া বলেন, কালেক্টরেটের সকল কর্মচারীবৃন্দের। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest