ঢাকা ২৭ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
কুড়িগ্রাম প্রতিনিধি।। অর্থের অভাবে ভ্যাসকুলার রোগের অপারেশন করতে পারছে না দিন মজুর পরিবারের কিশোর জাহিদ (১৬)। বিভিন্ন চিকিৎসা নিয়েও কোন সুফল আসেনি ঔ কিশোরের। ডাক্তার বলছেন,৪ লক্ষ টাকা হলে অপারেশনের মাধ্যমে পুরো সুস্থ্য হবে জাহিদ। গত বন্যায় সহায় সম্বল হারা দিন মজুর পরিবারটি টাকার অভাবে ছেলের জন্য শুধু কাদছে। কুড়িগ্রাম সদরের ভোগডাংগা ইউনিয়নের কাচিচর গ্রামের নজরুল ইসলামের পুত্র জাহিদ। জাহিদের মা ভোগডাংগা ইউনিয়নের সংরক্ষিত সদস্য ছালমা বেগম ওরফে ছলিমা জানান তিন সন্তানের মধ্যে জাহিদ ছোট। অভাবি সংসার আমাদের। বন্যা আসলেই হতে হয় সর্বশান্ত। আমরা দিন মজুর পরিবার। তাই আমাদের পক্ষে ৪ লক্ষ টাকা যোগার করে অপারেশন করা বড়ই কঠিন। সরকারি ভাবে ও বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবেই জাহিদের সু চিকিৎসা সম্ভব। তার পরিবারের মোবাইল ও বিকাশ নাম্বার,, ০১৭৪০-১৭২-২৯২
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Bongshai IT