কুড়িগ্রাম ও জামালপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য, গরু ও বিজ আটক

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

কুড়িগ্রাম ও জামালপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য, গরু ও বিজ আটক

, কুড়িগ্রাম প্রতিনিধি : ১৯.১১.২০২০:
কুড়িগ্রাম ও জামালপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য, গরু ও পেয়াজের বিজ আটক করা হয়েছে। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১৩ হতে ১৯ নভেম্বর ২০২০ তারিখ পর্যন্ত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন সাহেবের আলগা, দাঁতভাংগা, বড়াইবাড়ী, রৌমারী, মালকারচর, খেয়ারচর ও হিজলামারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় ১৪২১ পিছ ইয়াবা ট্যাবলট, ৪ টি গরু, ৪.৭ কজি পেয়াঁজের বীজ, ৭২০ টি আতশবাজি (চকলেট বাজি) এবং ১৫৮ প্যাকট বাংলাদেশী ধানের বীজ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার মূল্য-৬,৮১,৯৪০/- টাকা। আটককৃত মাদকদ্রব্য রৌমারী থানায় জিডি এট্রি করে ব্যাটালিয়ন সদর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।
বর্তমান মাদকদ্রব্য চোরাচালানের পাশাপাশি বাংলাদেশী ধানের বীজ উচ্চফলনশীল এবং সহজলভ্য হওয়ায় চোরাকারবারীরা সীমান্ত এলাকা দিয়ে পাচারে সক্রিয় হয়ে উঠেছে। সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান প্রতিরাধসহ ধানের বীজ পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest