নলছিটিতে মাস্কবিহীন পথচারীদের জরিমানা

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

নলছিটিতে মাস্কবিহীন পথচারীদের জরিমানা
নলছিটি প্রতিনিধিঃ নলছিটিতে মাস্ক ছাড়া পথচারীদের জরিমানা করা হয়েছে। সোমবার সকালে শহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার( ভারঃ) মো. সাখাওয়াত হোসেন। এসময় মাস্ক ছাড়া চলাফেরার জন্য ০৪ জন পথচারীর প্রত্যেককে ২শত টাকা করে মোট ৮শত টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মাস্ক পরিধানের জন্য পথচারীদের উৎসাহিত করা হয়। এছাড়া অনেক পথচারী ও মটরসাইকেল চালককে জরিমানা না করে মাস্ক না পরার শাস্তি হিসেবে মাস্ক ক্রয় করে তা সাধারন জনগনের মাঝে বিতরন করানো হয়েছে। অভিযান চলাকালীন সময়ে নলছিটি বাস কাউন্টারের কর্মকর্তাদের বাসে যাতায়াত করা যাত্রীদের মাস্ক নিশ্চিত করার জন্য টিকিট কাটার সময় যাত্রীদের মাস্কের প্রতি জোর দেওয়ার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মো. সাখাওয়াত হোসেন। অভিযানে আরও ছিলেন নলছিটি পুলিশ ফাড়িতে কর্মরত এএসআই এনামুল হক ও নলছিটি মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest