চিরিরবন্দরে মাছ চাষ প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

চিরিরবন্দরে মাছ চাষ প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে

রাকিবুল ইসলাম -দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাছ চাষ প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে ।গতকাল উপজেলার বড়বাউল গ্রামে ন্যাশনাল এগ্রিকালচার টেকনলোজি প্রোগাম ফেজ-২ [এন.এ.টি.পি] প্রজেক্ট এর আওতায় আয়োজিত কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন ড. এস.এম রেজাউল করিম ।

উপজেলা মৎস্য কর্মকর্তা পুরবী রানী রায় এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের সহকারী পরিচালক ড. রাজু আহমেদ,উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্য চাষীরা ।

শেষে প্রদর্শনীর পুকুড় পাড় পরিদর্শন করেন অতিথিবৃন্দ ।এসময় প্রধান অতিথি ড. এস.এম রেজাউল করিম বলেন এ প্রকল্পের আওতায় ট্রেনিং শেষে সুবিধাভোগী মৎস্য চাষীরা মাছ চাষে ব্যাপক লাভবান হয়েছে । তিনি বলেন মাছ চাষে এ সফলতা দেখে অন্যান্যরা মাছ চাষে আগ্রহ প্রকাশ । তিনি অরো বলেন আগ্রহীদের প্রশিক্ষনের মাধ্যমে মাছ চাষে অন্তর্ভুক্ত করা হবে।যা কর্মসংস্থান বৃদ্ধিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে বলেও জানান তিনি ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest