উজিরপুরে আওয়ামী লীগের ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত।

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

উজিরপুরে আওয়ামী লীগের ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত।

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুর উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্ণ হওয়াতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে আজ। ১৯৯৭ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে ঐতিহাসিক পার্বত্য চুক্তির মাধ্যমে দীর্ঘ দুই দশকের ও বেশি সময় ধরে বিরাজমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সমজতার দ্বায়িত্ব পালনে সক্ষম হয় দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্।

ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি’র ২৩ বছর পূর্তি উপলক্ষ্যে আজ ২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ধ্যা ৬ টায় উজিরপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের স্বনামধন্য উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু উজিরপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী মো: গিয়াস উদ্দিন বেপারী,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল,উপজেলা ভাইস চেয়ারম্যান,অপূর্ব কুমার বাইন রন্টু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অশোক কুমার হাওলাদার,
মোঃ হাকিম সেরনিয়াবাত,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সালাউদ্দিন শিবু,বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধা,শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন,
উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা,আনিচুর রহমান নয়ন উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু অসীম কুমার ঘরামী প্রমুখ নেতৃবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest