ঢাকা ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
মো. ওমর ফারুক, কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় কলাপাড়া পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে কলাপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ’র নেতৃত্বে বক্তারা বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ একটি এক ও অভিন্ন সত্তা। এ বিষয়ে কোন বিতর্ক থাকতে পারেনা। যারা এ নিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তারা স্বাধীনতা বিরোধী ও দেশের শত্রু। বঙ্গবন্ধুর ভাষ্কর্য যারা ভেঙ্গেছে তাদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি ঘটলে বঙ্গবন্ধুর সৈনিকরা তার দাতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। এছাড়াও সমাবেশে পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST