নবাবগঞ্জে আদিবাসী অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

নবাবগঞ্জে আদিবাসী অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ॥

হাসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি।
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে আদিবাসীদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় উপজেলা সদর গোলাবাড়ীস্থ আদিবাসী একাডেমী ভবনে মিকায়েল টুডু“র সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করে নবাবগঞ্জ সান্তাল স্টুডেন্ট ফেডারেশন (এনএসএস)।


সভায় আদিবাসী শিক্ষার্থীদের আদিবাসী জনগোষ্ঠী ও তাদের বিভিন্ন অধিকার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ নাসিমুল হক,সহকারী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, থানা তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম, ব্র্যাক আইডিপি জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা, জিবিকের টেকনিক্যাল অফিসার জিমি হাঁসদা,নবাবগঞ্জ সান্তাল স্টুডেন্ট ফেডারেশন(এনএসএস) এর উপদেষ্টা লুইস সরেন,হুপনু মুর্মু,রবিন সরেন, শিক্ষার্থী ফিলিমন হেম্ব্রম মেরী সরেন প্রমুখ ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest