উজিরপুরে সাতলার রাজুপুরে পুলিশ পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্র গ্রেফতার।

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

উজিরপুরে সাতলার রাজুপুরে পুলিশ পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্র গ্রেফতার।

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়ন রাজাপুর গ্রামের মাতব্বর বাড়ির মোঃ মোজাম্মেল হক মাতুব্বর (৬৫) পিতা মৃত মোঃ আফসার উদ্দিন মাতুব্বর এর বাড়িতে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশ প্রশাসনের এসআই পরিচয় দিয়ে। মোঃ মোজাম্মেল হক মাতুব্বর এর স্ত্রী মোসম্মৎ ফরিদা বেগম (৪৫) একে বলেন যে আপনার ছেলেদের নামে নারী নির্যাতনের মামলা রয়েছে। থানা থেকে পুলিশের গাড়ি আসছে।


এসআই কামাল ১৫০০০ হাজার টাকা চেয়েছে। পরে বাড়িওয়ালি মোসম্মৎ ফরিদা বেগম অনেক অনুরোধের পড়ে ৫৫০০ টাকা দিয়ে বলেন যে আমাদের রক্ষা করেন।এদিকে মোসম্মৎ ফরিদা বেগমের ভাষ্য মতে বাড়ির পাশে মোটর সাইকেল চালক মোঃ শাহীন মৃধা(২৫) পিতা আব্দুল রশিদ মৃধা চিনতে পারেন। পরে বিষয় টি জানাজানি হওয়ার পারে স্থানীয় লোকজন উজিরপুর মডেল থানার সাতলা ইউনিয়নের দায়িত্বরত চৌকস পুলিশ অফিসার এসআই কামাল হোসেনকে অবহিত করলে তিনি দ্রুত গতিতে ঘটনা স্থলে ছুটে আসেন এবং তিনি মটোর সাইকেল ড্রাইভার মোঃ শাহীন মৃধাকে বিষয় টি জিজ্ঞেসাবাদের জন্য উজিরপুর মডেল থানায় নিয়ে যায় চৌকস পুলিশ অফিসার এসআই কামাল হোসেন। জিজ্ঞেস করার পরে মোটর সাইকেল ড্রাইভার মোঃ শাহীন মৃধা নির্দোষ প্রমানিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে পূর্ণরায় দক্ষিণ হারতা ৯ নং ওয়ার্ডের মোঃ শাজাহান সরদার (৬৫) তার ছেলে মোঃ সোহাগ সরদার আজকে রোজ শনিবার ২৬/১২/২০ ইং আনুমানিক বিকাল ৫.৩০ মিনিট সময় এসআই পরিচয় দিয়ে সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের মাতব্বর বাড়ির মোসম্মৎ ফরিদা বেগমকে বলেন আপনাদের বাড়িতে মোসম্মৎ আছমা নামের একজনের ডিএনএ-র টেস্ট নিয়ে আসছি গাড়ি ভাড়া দেন। পরে মোসম্মৎ ফরিদা বেগম তাহাকে চিনতে পারলে উজিরপুর মডেল থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার এসআই কামাল হোসেনে
ও চৌকস পুলিশ অফিসার এসআই মাহাতাব হোসেনকে অবহিত করলে পুলিশ প্রশাসন নিয়ে চক্রকে গ্রেফতার করতে সক্ষ হয়।
বিষয় টি মামলা প্রক্রিয়া দিন রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest