ঢাকা ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
প্রথম ধাপে পৌরসভা নিবাচনে পঞ্চগড় পৌরসভায় শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন চলছে।
আজ সোমবার (২৮ডিসেম্বর) সকাল ৮টায় পঞ্চগড় পৌরসভার ১৫টি ভোট কেন্দ্রে এক যোগে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শীত উপেক্ষা করে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপুর্ণভাবে ভোট প্রদান করছে ভোটাররা। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন।
বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়তে থাকে। এদিকে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি সব চেয়ে বেশী দেখা গেছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জানায়, এবার পঞ্চগড় পৌরসভার ১৫ টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল থেকে শান্তিপুর্ণভাবে ভোট প্রদান করছে ভোটাররা।
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন,সংরক্ষিত তিনটি মহিলা ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৬ জন ও ৯টি ওয়ার্ডে ৩৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
পঞ্চগড় পৌরসভায় ৩৫ হাজার ১১ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ১৫৩ জন ও নারী ১৭ হাজার ৮৫৮জন।
ভোট কেন্দ্র গুলোর আশ-পাশে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি র্যাব মোতায়েন রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST